Tuesday , May 21 2019
Home / বিনোদন / সালমানের গানে ভাইরাল মোনালিসার খোলামেলা নাচ

সালমানের গানে ভাইরাল মোনালিসার খোলামেলা নাচ

টাচ নিউজ ডেস্ক: বিগ বস-১০ এ অংশ নেওয়ার পর থেকেই বাঙালি কন্যা মোনালিসা এখন বেশ পরিচিত মুখ। তারপর উপর এসভিএফ এর ‘দুপুর ঠাকুরপো’-২ এর ‘ঝুমা বৌদি’র ভূমিকাতেও বেশ নজর কাড়েন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা।

সোশ্যাল মিডিয়াতে একটু বেশিই সরব থাকেন এই অভিনেত্রী। নিজের নানা ভিডিও ও ছবি নিয়মিত পোস্ট করেন ইন্সটাগ্রামে। এবার নতুন এক নাচের ভিডিও প্রকাশ করে ঝড় তুলেছেন মোনালিসা।

সম্প্রতি লাল পোশাকে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন। এবার তিনি হাজির হয়েছেন কালো রঙের শাড়িতে। এরই মধ্যে ইন্সটাগ্রামে কালো শাড়ি পরা ছবি পোস্ট করে সবার মাথা ঘুরিয়েছেন এই অভিনেত্রী।

শুধু ছবিই নয়, সালমন খানের আসন্ন ‘ভারত’ সিনেমার ‘তাসনি’ শিরোনামের গানটির সঙ্গে তার নাচের একটি ভিডিও ঝড় তুলেছে।

সব মিলিয়ে মোনালিসার ইন্সটাগ্রামে ভক্তের সংখ্যা বেড়েই চলেছে। শুধু ভোজপুরি, হিন্দি, বাংলাতেই নয়, তেলেগু, তামিল, ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন মোনালিসা। এখনো সমান তাই অভিনয়টা চালিয়ে যাচ্ছেন।

About touchnews24

Check Also

মাশরাফির নায়িকা হতে চাই: পূজা চেরি

বিনোদন ডেস্ক: সারাবিশ্বে অনেক খেলোয়াড়দের বাস্তব জীবনের গল্প ওঠে এসেছে পর্দায়। বিভিন্ন ইস্যুতে তাদের জীবনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *